{MIUI 12} যেকোনো শাওমি ফোনে Recovery Custom MIUI ROM Install করুন!! - Mr. Lur

MR. LUR™

World No 1 Wapkiz Template Provider

HOMECONTACTTHEMESBLOG

{MIUI 12} যেকোনো শাওমি ফোনে Recovery Custom MIUI ROM Install করুন!!

March 31, 2024 admin Wapkiz Template
হ্যালো বন্ধুরা,
MIUI 12 Suddenly Release!! হচ্ছে।অনেকে পাচ্ছে আবার অনেকে পাচ্ছে না !! আবার অনেকের আপডেট লেট হচ্ছে !!
MIUI 12 Global Stable ROM আপনার মোবাইলে Install যেভাবে করবেন ! এই পদ্ধতিটি শুধুমাত্র শাওমি ডিভাইসের জন্য : যেকোনো শাওমি ডিভাইসে এই পদ্ধতিটি কাজ করবে এবং এটি অফিশিয়াল!!



প্রথমেই আপনি চলে যান আপনার ডিভাইসের Settings অপশনে এরপর About PhoneClick করেন।



এরপর System Update অপশন এ ক্লিক করেন।



এখন এখানে দেখেন আপনার MIUI VERSION শো করছে। উপরের ডান দিকে ৩ ডট আছে ওখানে ক্লিক করে দেখুন Choose Update Options টি আছে কি না!!



আমার মতো আপনাদের‌ও নাই থাকতে পারে টেনশন নিয়েন না। বেক এসে MIUI VERSION ICON এ বার বার ট্যাপ করুন।



এখন এইরকম একটি পপ আপ দেখতে পাবেন
!!Additional Settings On !!




এখন ৩ ডট এ ক্লিক করে দেখুন Choose Update Package Options চলে আসছে।



ওখানে প্রেস করুন । আপনাকে ফোন মেমরি এ নিয়ে যাবে। এখান থেকে আপনার আপনার MiUi 12 এর Zip ফাইলটি সিলেক্ট করে দিন ।ব্যাস হয়ে যাবে।



Note : MIUI Install হতে টাইম লাগবে।তাই ধৈর্য ধরে অপেক্ষা করবেন।আপনি শুধু আপনার ডিভাইসের জন্য যে রম আছে সেটিই Install করতে পারবেন।

ধন্যবাদ ভুল ত্রুটি ক্ষমাপ্রার্থী

লেখকঃ Loriex
সহায়তাঃ Lur.9in
LurMag Music Theme